November 23, 2024
Sevoke Road, Siliguri
Uncategorized

Siliguri : রাস্তা বন্ধ করে ব্যবসা চলবে না !

শিলিগুড়ি , ৯ ফেব্রুয়ারী : শিলিগুড়ি মহাবীরস্থান এলাকা ও ফ্লাইওভারের নীচের ব‍্যবসায়ীরা দীর্ঘদিন ধরে রাস্তা বন্ধ করে ব‍্যবসায়ীরা ব‍্যবসা করছে বহু দিন ধরে । যার ফলে রাস্তার আকার ছোট হতে হতে হয়ে পড়েছে । দু’তিন দিন আগে অসুস্থ রোগীকে ওই স্থান দিয়ে অ্যাম্বুলেন্স যেতে সমস্যায় পড়তে হয় | রোগীর মৃত্যু পর্যন্ত হয়েছে । এই দুঃখজনক ঘটনার সাক্ষী থাকে শহরবাসী ।

আজ মহাবীরস্থান ও টাউন স্টেশন লাগোয়া ফল বাজার থেকে পান বাজারের সবাইকে নিজের স্থানে ব‍্যবসা করার পাশাপাশি রাস্তা ফাঁকা রাখবার অনুরোধ জানান ১৮ ও ২৮ নম্বর ওর্য়াডের দুই কাউন্সিলর সঞ্জয় শর্মা ও সম্প্রীতা দাস ও বৃহত্তর খুচরা ব‍্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক বিপ্লব কুমার মোহরি ও পরিমল মিত্র ।

দুই কাউন্সিলর এর পক্ষ থেকে কড়া ভাষা ব‍্যবসায়ীদের উদ্দেশ্যে জানানো হয় সুন্দর শিলিগুড়িকে কোন কালি লাগতে দেওয়া হবে না। আজ সকল ব‍্যবসায়ীদের উদ্দেশ্যে সঞ্জয় শর্মা ও সম্প্রীতা দাস জানান প্রত‍্যেক সপ্তাহে তারা অভিযান করবেন । আজ ভালো ভাবে বুঝিয়ে জিনিসপত্র সরিয়ে নেবার অনুরোধ জানানো হয়। পরবর্তীতে কোন ব‍্যবসায়ী আবার রাস্তায় জিনিস রেখে ব‍্যবসা করলে আইনি পদ্ধতি গ্রহণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *