November 22, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা জীবনধারা

Siliguri : স্টেডিয়ামের পুনর্গঠনের দিকে এগোচ্ছে পুরনিগম

শিলিগুড়ি , ৬ ফেব্রুয়ারী : বহুদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে শিলিগুড়ির একমাত্র স্টেডিয়াম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। স্টেডিয়ামকে নতুন রূপে গড়ে তোলার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে পুরনিগমের তরফে । পুরনিগম তরফে আজ শিলিগুড়ির মহকুমা শাসক প্রিয়াঙ্কা সিং সহ স্টেডিয়াম কমিটির সঙ্গে একটি বৈঠক করা হয় স্টেডিয়ামের পুনর্গঠন সম্পর্কিত বিষয় নিয়ে।

বৈঠক শেষে মেয়র গৌতম দেব জানিয়েছেন , শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের বেশ কিছু কলাম রয়েছে যেগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত রয়েছে । তাই ডেভলপমেন্টের কাজে শুরু করার আগে সেই কলামগুলি কতখানি ক্ষতিগ্রস্ত রয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। কতখানি ক্ষতিগ্রস্ত রয়েছে তা খতিয়ে না দেখে ডেভেলপমেন্টের কাজ শুরু করলে কাজের চাপে ভেঙে পড়তে পারে সম্পূর্ণ স্ট্রাকচার ।

তাই একটি জেনারেল সার্ভে বা এক ধরনের এক্সরে করা হবে কলামগুলির। এই স্পেশাল টাইপ অফ ইনভেস্টিগেশন করবে pwd । তাই খুব শীঘ্রই পি ডব্লিউডি কে অনুমতি দেওয়া হবে পুরনিগমের তরফে । পিডব্লিউডি এর এই সার্ভের কাজ শেষ হলেই বোঝা যাবে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পুনর্গঠন করতে কত টাকার প্রয়োজন । তবে ইতিমধ্যেই স্পোর্ট এন্ড ইয়ুথ ডিপার্টমেন্ট মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে স্টেডিয়ামের কাজের জন্য , এই দপ্তর থেকেও বেশ কিছু অর্থ বরাদ্দ করা হবে বলে জানান মেয়র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *