শিলিগুড়ি , ২৫ জানুয়ারী : বিগত বছরেও কোভিড আবহেই পালিত হয়েছে সরস্বতী পুজো । কোভিড আবহেই বিগত বছর বাঙালির প্রেম দিবস । তবে এবছর করোনার ভ্রুকুটি না থাকায় কিছুটা হলেও আশার আলো দেখছেন ব্যবসায়ীরা।
ক্যালেন্ডার মোতাবেক ভ্যালেন্টাইন ডে-র শুরুর আগেই আগামীকাল বাঙালীর অঘোষিত ‘ভ্যালেন্টাইন ডে ‘ অর্থাৎ প্রেম দিবস । সেক্ষেত্রে বাজারে গোলাপের চাহিদা তুঙ্গে । ইতিমধ্যে গোলাপের দাম বেড়েছে অনেকটাই । খোলা বাজারে যে ডাচ গোলাপ ২০ টাকায় মিলত তা বর্তমানে ৩০।
অন্যদিকে , লোকাল গোলাপগুলি ২ থেকে ৫ টাকার বদলে পৌঁছে গিয়েছে ১০-এ । ব্যবসায়ীদের কথায় , গোলাপের চাহিদা রয়েছে যথেষ্ট । তারা জানাচ্ছেন প্রতি বছরই সরস্বতী পুজোর প্রাক্কালে গোলাপের দাম বেড়ে থাকে । এবারও তাই বেড়েছে । স্বাভাবিক এটাই । যদিও আরও কিছুটা দাম বাড়তে পারে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।