শিলিগুড়ি , ১১ জানুয়ারী : পাহাড়ের প্রত্যন্ত চা বাগান এলাকা থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসা রোগী ও তার পরিবারের সদস্যদের সহযোগিতার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হল জিটিএ হেল্প ডেস্ক । বুধবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে এই হেল্প ডেস্কের উদ্বোধন করলেন জিটিএ এর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা ।
এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব , জিটিএ এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ সঞ্চাবির সুব্বা , চেয়ারম্যান অনজুল চৌহান , ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহান , উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক , অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা এবং GTA এর স্বাস্থ্য বিভাগের সভাসদ অরুন সিংচি এবং দার্জিলিংয়ের জেলাশাসক তথা জিটিএ এর মুখ্য সচিব এস পুনামবালাম ।
মূলত পাহাড়ের প্রত্যন্ত এলাকার মানুষেরাও মেডিকেলে চিকিৎসা করাতে আসেন তবে পাহাড়ের মানুষদের ভাষাগত কারণে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। তাই তাদের সমস্যার কথা মাথায় রেখে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তরফে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাস এর ভেতরেই তৈরি করা হয়েছে একটি জিটিএ হেল্প ডেস্ক । এই হেল্প ডেস্কে জি টি এর তরফে কর্মীদের রাখা হবে তারা পাহাড় থেকে মেডিকেলে আশা রোগীর পরিবারকে সহযোগিতা করবে ।