শিলিগুড়ি , ১০ জানুয়ারী : সারা রাজ্যের পাশাপাশি দার্জিলিং জেলা বিভিন্ন সরকারি দপ্তর গুলোর সামনে সরকারি কর্মচারীদের বিক্ষোভ । অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ , বকেয়া মহার্ঘ ভাতা , শূন্যপদ পূরণের দাবি নিয়ে চলতি ২৩ নভেম্বর বিধানসভা অভিযানে গেলে বিক্ষোভকারী ১১ জন মহিলা সহ মোট ৪৭ জনকে গেরপ্তার করে পুলিশ ।
অবিলম্বে আন্দোলনকারীদের নিঃস্বার্থ মুক্তি সহ ৩ দফা দাবি পূরণের দাবিতে মঙ্গলবার দার্জিলিং জেলা রাজ্য কো অর্ডিনেশন কর্মিটি ও যৌথ মঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদ দপ্তর ও পোষ্ট অফিসের কাছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শিলিগুড়ি সাব ডিভিশন দপ্তর সহ একাধিক সরকারি দপ্তরে সামনে বিক্ষোভ কর্মসূচী পালনে সামিল হয় সরকারি কর্মচারীরা। এদিন টিফিনের সময় প্রায় ৩০ মিনিট নিজেদের দাবি নিয়ে সরব হয়ে স্লোগান দেয় সংগঠনের সদস্যরা।