শিলিগুড়ি , ৪ মে : নেপাল প্রবেশের আগে ৬ মায়ানমারের নাগরিক গ্রেপ্তার । খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে এসএসবির হাতে আটক ৬ । ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে ।
এসএসবি সূত্রে খবর নেপাল যাওয়ার সময় এসএসবির সন্দেহ হলে প্রথমে ৩ জন ও পরে ৩ জনকে জিজ্ঞাসাবাদ করেন জওয়ানরা , তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে । ধৃতরা ভারতীয় আধার কার্ড দেখালে সন্দেহ গভীর হয় ।
পরে ধৃতরা নিজেদের মায়ানমারের বাসিন্দা বলে স্বীকার করে। জানা গিয়েছে ভারতে প্রবেশ করার পর অবৈধভাবে দিল্লিতে আধার কার্ড তৈরি করে ধৃতরা । ধৃতরা কলেজ পড়ুয়া বলে জানিয়েছে ।
ধৃতদের কাছে থেকে কোনো পার্সপোট বা ভিসা পায়নি এসএসবি । পরে ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে এসএসবি সূত্রে জানা গিয়েছে । আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ।