April 5, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

SSC : শিলিগুড়ি শিক্ষা জেলায় চাকরি হারালেন ৩৫০ জন

শিলিগুড়ি , ৫ মার্চ : এসএসসি ২০১৬ প্যানেল বাতিল । চাকরি গিয়েছে শিলিগুড়ি শিক্ষা জেলায় ৩৫০ জনের |

এক ধাক্কায় শিলিগুড়ি শিক্ষা জেলায় বেকার হল ৩৫০। এসএসসি দুর্নীতি নিয়ে ২০১৬ এর প্যানেল এর আগেই বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। এবারে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট । যাদের চাকরি বাতিল হল তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে । যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে , তাদের কোন ছাড় নেই । তবে যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই,তাদের চার বছরের বেতন ফেরত দিতে হবে না ।

পাশাপাশি চাকরিহারা যে প্রার্থীরা , আগে কোন সরকারি দপ্তরে বা সরকার পেষিত দপ্তরে চাকরি করতেন , তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে , সংশ্লিষ্ট সরকারি দপ্তরে তাদের চাকরি ফেরত দিতে হবে । এমনও নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছে শীর্ষ আদালত । দেশের সর্বোচ্চ আদালতের এই রায়ের পর রাজ্যে একসাথে চাকরি করা হল ২৫,৭৫৩ জন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে শিলিগুড়ি শিক্ষা জেলায় একসাথে চাকরি হারা হল প্রায় ৩৫০ জন । যার মধ্যে প্রায় ৩০০ জন শিক্ষক-শিক্ষিকা এবং ৫০ জন অশিক্ষক কর্মী (নন টিচিং স্টাফ)।

সূত্রের খবর শিলিগুড়ি নীলনলিনী বিদ্যামন্দিরে চাকরি হারাদের সংখ্যা ১১ । উচ্চতর বালক বিদ্যালয়ে ৭ জন , শিলিগুড়ি গার্লস হাই স্কুলে ৬ জন , তরাই তরপদ আদর্শ বিদ্যালয়ে ৩ জন। শিলিগুড়ি নেতাজি উচ্চতর বালিকা বিদ্যালয়ে ৪ জন , নেতাজি উচ্চতর বালক বিদ্যালয়ের ৭ জন , হায়দারপাড়া বুদ্ধ ভারতী হাইস্কুলে ১ জন সহ প্রায় শিলিগুড়ি শিক্ষা জেলার প্রত্যেকটি বিদ্যালয়ে রয়েছে চাকরি হারাদের নাম ।

ফলে বিদ্যালয় পরিচালন করতে কমবেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেকটি বিদ্যালয়ের পরিচালন কমিটি । এমনিতেই রাজ্যের প্রায় প্রত্যেকটি বিদ্যালয়ে আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক-শিক্ষিকার অভাব রয়েছে । তার উপর সুপ্রিম কোর্টের এই রায়ে ভেঙে পড়তে পারে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা। এমনটা মনে করছেন অনেকেই ।

তবে যেহেতু সুপ্রিম কোর্টের রায় , সেই কারণে চাকরিহারা থেকে শুরু করে বিদ্যালয় পরিচালন কমিটি ও বুদ্ধিজীবী কেউই মুখ খুলতে চাইছেন না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *