শিলিগুড়ি , ৮ ফেব্রুয়ারী : এনজেপি থানার অন্তর্গত বেশ কিছু এলাকা রয়েছে যা নেশার আঁতুঘর বলেই পরিচিত বর্তমানে । মূলত এনজেপি থানার অন্তর্গত অধিকাংশ এলাকায় রেলের জমির উপর পরিত্যক্ত কোয়ার্টার গুলিতে চলে এই ধরনের অসামাজিক কাজ । রেলের পক্ষ থেকে ওই ধরনের কোয়ার্টার গুলি সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া বা সিল করে দেওয়ার কাজ করা হলেও এখনও বহু কোয়ার্টার রয়েছে যেখানে এখনও নেশার আসর বসে ।
শুধু রেল কোয়ার্টার নয় , অন্যান্য বিভিন্ন এলাকায় এমন নেশাগ্রস্তদের আনাগোনা লেগেই রয়েছে ।
শনিবার অম্বিকানগর থেকে শুরু করে মাদানি বাজার , মোড় বাজার সহ বিভিন্ন এলাকায় দিনভর নেশার বিরুদ্ধে অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ | আটক করা হয় মোট ২০ জনকে । আগামীতেও মাদক মুক্ত সমাজ গড়তে এমন পুলিশি অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ ।