শিলিগুড়ি , ৩০ নভেম্বর : পাচার রুখতে ও আইনি বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে সিনির উদ্যোগে নকশালবাড়ি থানায় সিভিক ভলান্টিয়ারদের নিয়ে ক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় । মানব পাচার রুখতে ও গ্রামীণ এলাকার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই কর্মশালার আয়োজন করা হয় |
উপস্থিত ছিলেন নকশালবাড়ি থানার ওসি অনির্বান নায়েক, সিনির সদস্য মহেন্দ্র গুপ্তা , তারক গোস্বামী সহ অন্যান্যরা । মানব পাচারের আইন সম্পর্কে সচেতনতা এবং সিভিক ভলান্টিয়াররা কীভাবে এসব ঘটনা প্রতিরোধ করতে পারে এই নিয়ে আজকের কর্মশালা বলে সিনির সদস্য মহেন্দ্র গুপ্তা জানান । আগামী দিনে চা বাগান এলাকা জুড়ে এই সচেতনতা চলবে।