শিলিগুড়ি , ১৩ জানুয়ারী : শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪০ নম্বর ওয়ার্ডের একটি স্কুলের পাশেই চলছে ওয়ার্ড উৎসব । সেই উৎসবে মাইক বাজার ফলে বিদ্যালয়ে পঠনপাঠনে সমস্যা হচ্ছে ।
শুক্রবার , এমন অভিযোগ আনলেন স্কুলের প্রধান শিক্ষক পার্থ দত্ত । তিনি বলেন , এই মাঠে ওয়ার্ড উৎসব চলার ফলে জোরে মাইক বাজছে । তাতে ক্লাস করাতে সমস্যায় পড়তে হচ্ছে । ছাত্র ছাত্রীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না । তিনি আরও বলেন , এই মাঠে ওয়ার্ড উৎসব করার জন্য অনুমতি চেয়ে স্কুলকে একটি চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু স্কুল থেকে ওই অনুমতি দেওয়া যায় না। ফলে এখান থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি।
ওই ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ প্রসাদ শা বলেন , ওয়ার্ড উৎসবের অঙ্গ হিসেবে এদিন ক্রীড়া প্রতিযোগিতা চলছে । এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না । ফলে উচ্চস্বরে মাইক বাজছে না । তবুও যদি তাদের সমস্যা হয় তাহলে মাইক বন্ধ করে দেওয়া হবে ।