শিলিগুড়ি , ১ ডিসেম্বর : অনলাইনে ট্রেড লাইসেন্স প্রদান ও রিনিউয়াল পরিষেবা শুরু হওয়ার পর থেকেই শুরু হয়েছে ফেক ডকুমেন্ট দিয়ে ভুয়ো ট্রেড লাইসেন্স বেড় করে নেওয়া | এমনিই অভিযোগ উঠে আসল গতকালের বোর্ড মিটিংয়ে।
এ বিষয়ে মেয়র বলেন ট্রেড লাইসেন্স পরিষেবা অনলাইন হওয়ার পর থেকে ফিজিক্যাল ভেরিফিকেশন এর ব্যাপারটা উঠে যাওয়ায় এই ধরণের ঘটনা ঘটছে । ফেক ডকুমেন্ট দিয়ে অনলাইন থেকে নিয়ে নিচ্ছি ট্রেড লাইসেন্স ।
তবে সরকার এর পক্ষ থেকে এই বিষয়টিতে নজর রাখা হবে | এবার লাইসেন্স প্রদানের ৬ মাসের মধ্যে করা হবে ফিজিক্যাল ভেরিফিকেশন। তখন যদি দেখা যায় ফেক ভাবে তৈরী করা হয়েছে ট্রেড লাইসেন্স , সঙ্গে সঙ্গে তা বাতিল করা হবে লাইসেন্স।