Khabar Samay Bangla Blog অপরাধ Forest : কাঠ পাচারের অভিযোগে গ্রেপ্তার ৪
অপরাধ

Forest : কাঠ পাচারের অভিযোগে গ্রেপ্তার ৪

শিলিগুড়ি , ১ ডিসেম্বর : জঙ্গল থেকে অবৈধভাবে কাঠ কেটে এনে বিক্রি করতে গিয়ে তিন লক্ষাধিক টাকার কাঠ সহ চার জনকে গ্রেপ্তার করল বনকর্মীরা । গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিবমন্দির ফ্লাইওভারে পাশে অভিযান চালায় বাগডোগরা বন বিভাগের কর্মীরা ।

অনেকদিন ধরেই বনদপ্তরের কাছে খবর আসছিল কাঠ পাচারকারীরা অবৈধভাবে কাঠ নিয়ে এসে শিবমন্দির এলাকায় কাঠের আসবাবপত্র তৈরীর দোকানে বিক্রি করছে । শনিবার রাতে খবর পাওয়া মাত্র অভিযানে নামে বনকর্মীরা । নিদিষ্ট গাড়ী আসতেই গাড়ীটিকে ঘিরে ধরে বনকর্মীরা ।

গাড়ীর চালক সঞ্জীব রায়ের কাছে বনকর্মীরা কাঠের কাগজ দেখতে চাইলে চালক গাড়ী ছেড়ে চম্পট দেয় । তবে তাকে ধরে ফেলে বনকর্মীরা । অবৈধ ভাবে কাঠ কেনা ও বিক্রির সঙ্গে যুক্ত থাকায় সঞ্জীব রায় ছাড়াও সবুজ বর্মন , সুরজ বর্মন ও প্রকাশ তামাংকে গ্রেপ্তার করে বনকর্মীরা । ধৃত চার জনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version