শিলিগুড়ি , ১০ জুলাই : দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলে ফের উত্তপ্ত শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজার , ঘটনায় গ্রেপ্তার তিন |
নিয়ন্ত্রিতবাজারের এক ক্ষমতা সম্পন্ন ব্যবসায়ী উমাশঙ্কর যাদবের গোষ্ঠীর সঙ্গে আরও এক ব্যবসায়ী শ্যাম যাদবের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে । এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন । ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ ।
ঘটনাটি ঘটে শনিবার রাতে । দীর্ঘদিন ধরে বাজারের ক্ষমতা দখলের স্বার্থে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল । শনিবার ফের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের সৃষ্টি হয় । লাঠি দিয়ে মারধরের অভিযোগ ওঠে । এতে শ্যাম যাদবের পরিবারের অনেক সদস্য গুরুতর আহত হয়েছেন | যারা বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
অপরদিকে, উমাশঙ্কর যাদবের গোষ্ঠীর বহু মানুষ আহত হয়েছেন। শনিবার শ্যাম যাদবের গোষ্ঠীর পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে প্রধাননগর থানায় মোট ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ পাওয়ার পর রবিবার রাতে প্রধাননগর থানা সংলগ্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ । ধৃতদের নাম রাম কুমার যাদব , অজয় যাদব এবং প্রিন্স কুমার সিং। ধৃতদের সোমবার দুপুরে শিলিগুড়ি আদালতে তোলা হয় । তদন্ত চলছে ।