Khabar Samay Bangla Blog অপরাধ SSB : পাকিস্তানের নাগরিক সহ গ্রেপ্তার তিন
অপরাধ

SSB : পাকিস্তানের নাগরিক সহ গ্রেপ্তার তিন

শিলিগুড়ি , ২০ জুলাই : ভারত-নেপাল সীমান্তে এক পাকিস্তানি নাগরিক সহ দুই নেপালের নাগরিককে এসএসবি গ্রেপ্তার করে | পড়ে খড়িবাড়ি পুলিশ হাতে তুলে দেওয়া হয়। শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে নাকা তল্লাশির সময় তিন জনকে গ্রেপ্তার করা হয় । শুক্রবার বিকালে একটি চারচাকা গাড়ি করে ওই তিন অভিযুক্ত সীমান্তে পৌঁছায়। সেই সময় তাদের গাড়ি সমেত আটক করে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ।

তাদের দু’জনের কাছে নেপালের নথি ছিল এবং আরেকজন পাকিস্তানের পাসপোর্ট দেখায় । এরপরই তাদের জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হয় এসএসবি আধিকারিকদের। এরপরই তারা ওই তিন জনকে আটক করে পানিট্যাঙ্কি চেকপোস্টে নিয়ে আসে । সেখানে জিজ্ঞাসাবাদ করলে তাদের বক্তব্যে অসঙ্গতি মেলে।

এসএসবি সূত্রে জানা গিয়েছে , ধৃতদের মধ্যে একজন সৈফুল্লা মহম্মদ ইকবাল , সে পাকিস্তানের খোবার পাখতুনবা জেলার বাসিন্দা | অন্যরা হল বাহাদুর থাপা নেপালের ভোজপুর কাশির বাসিন্দা ও উদয়পুরের বাসিন্দা মেঘ বাহাদুর মঙ্গর রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version