শিলিগুড়ি , ২৩ ডিসেম্বর : ২০২৩ এর প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল । এ বিষয় সব কিছু শেষ মুহূর্তে ক্ষতিয়ে দেখতে শিলিগুড়ির সকল পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান দীলিপ রায় সহ অন্যান্য আধিকারিকরা।
চলতি বছর শিলিগুড়ি নেতাজী উচ্চ বিদ্যালয়ে শুধুমাত্র কালিংপং জেলার ৩৬৩ জন পরীক্ষার্থীর আসন পরছে। এই পুরো বিষয় ক্ষতি দেখে পর্ষদ চেয়ারম্যান দীলিপ রায় জানান পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সে বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে । পরীক্ষা কেন্দ্রে কলম আর এডমিট কার্ড ছাড়া আর কিছু নিয়ে প্রবেশ নিষেধ । এছাড়াও সুরক্ষা বিষয় ক্ষাতিয়ে দেখার জন্য অনেক সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে । আজ সব কটি সেন্টার ঘুরে বেরিয়ে সব কিছু দেখেন পর্ষদের কর্তা ব্যক্তিরা |