শিলিগুড়ি , ১১ মে : চম্পাসারি বাজার পরিদর্শনে এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ।
মৃলত ফোর লেনের রাস্তা তৈরি হওয়ার কারণে বেশ কয়েকটি দোকানের পুনর্বাসনের প্রয়োজন রয়েছে । এদিন সেই সংক্রান্ত সমস্যা নিয়ে বাজার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন এসজেডিএ চেয়ারম্যান।
বৃহস্পতিবার চম্পাসারি বাজার পরিদর্শনের সময় সৌরভ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দিলীপ দুগ্গল , পুরনিগমের কাউন্সিলর তথা সদস্য রামভজন মাহাতো, পরিমল মিত্র সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, চম্পাসারি বাজারের সামনে দিয়ে ফোর লেনের কাজ হওয়ায় বাজারের প্রায় ৪০ ফুটের মতো জায়গা অধিগ্রহন হবে। ফলে বেশ কয়েকটি দোকানকে সেখান থেকে সরিয়ে নিতে হবে। বাজারে মোট ২৮৯ টি দোকান রয়েছে। বাজারের অন্য জমিতেই সেইসব ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া হবে বলে জানিয়েছেন সৌরভ চক্রবর্তী।