Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ SJDA : মাটিগাড়ার পরিবহন নগরে তৈরি হতে চলেছে আধুনিক বাস টার্মিনাস
উত্তরবঙ্গ ঘটনা

SJDA : মাটিগাড়ার পরিবহন নগরে তৈরি হতে চলেছে আধুনিক বাস টার্মিনাস

শিলিগুড়ি , ৬ অগাষ্ট : দিনকে দিন ‘যানজট নগরী ’ নামে পরিচিতি পাচ্ছে শিলিগুড়ি । অপরিকল্পিত রাস্তাঘাট , অব্যবস্থাপনায় জর্জরিত যানবাহন চলাচল সব মিলিয়ে শহরের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সময় লাগছে ঘণ্টার পর ঘণ্টা । এমন জটিল পরিস্থিতির মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)।

দূরপাল্লার বাসগুলির জন্য এবার মাটিগাড়ার পরিবহন নগরে তৈরি হবে একটি আধুনিক বাস টার্মিনাস । রাজ্য পরিবহন দপ্তর ইতিমধ্যেই এই প্রকল্পে অনুমোদন দিয়েছে , অর্থ দপ্তর থেকে বরাদ্দ হয়েছে প্রায় ২.৫ কোটি টাকা।

বুধবার শহরের মেয়র গৌতম দেব এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগ্গার । বৈঠকে যানজট সমস্যা ছিল অগ্রাধিকারে | বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান , “মেয়রের প্রস্তাবেই বাস টার্মিনাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাজ্য সরকার অনুমোদন দিয়েছে । দ্রুত কাজ শুরু হবে।”

নতুন টার্মিনাসের বৈশিষ্ট্য:
একসঙ্গে দাঁড়াতে পারবে ৭০টি বাস
থাকবে আধুনিক টিকিট কাউন্টার
তৈরি হবে ফুড ব্লক ও যাত্রী সুবিধা কেন্দ্র
পরিবহন নগরের ট্রাক টার্মিনাসেও আধুনিকীকরণ করা হবে, যার জন্য ৪৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে
সেখানে চালকদের জন্য বিশ্রামাগার ও শৌচালয় নির্মাণ করা হবে

বর্তমানে শহরের কেন্দ্রস্থলে টোটো থেকে শুরু করে রাজ্য ও ভিনরাজ্যের দূরপাল্লার বাস চলাচলের ফলে , বিশেষ করে জংশন এলাকা ও দার্জিলিং মোড় সংলগ্ন অঞ্চলে ভয়াবহ যানজট সৃষ্টি হয় । দুই কিমি রাস্তা পার হতে সময় লাগে এক ঘণ্টা পর্যন্ত ।

তাই নতুন বাস টার্মিনাস তৈরি হলে , শহরের মধ্যে দিয়ে দূরপাল্লার বাস চলাচল কমবে এবং যানজট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন এসজেডিএ কর্তৃপক্ষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version