শিলিগুড়ি , ১৭ ফেব্রুয়ারী : ব্যবসায়ীদের আবেদন মেনে মাস তিনেক আগে ঘটা করেই এসজেডিএ ও পুরসভার যৌথ উদ্যগে উদবোধন হয়েছিল এনজেপি গেটবাজারের নব নির্মিত শৌচাগার । খোদ মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার , এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী নিজের হাতে এই শৌচাগারের উদবোধন করেছিলেন ।
তবে আজ ও সেটি তালা বন্ধ হয়ে পরে রয়েছে | বিদ্যুৎ ও জলের কোন ব্যবস্থাই নেই শৌচাগারটিতে । এসজেডিএ ওই শৌচাগার নির্মান করে পুরসভার হাতে তুলে দিয়েছিল বলে জানা যায় ।
এদিকে শৌচাগারটি চালু না হওয়ায় প্রকাশ্যে শৌচকাজ করতে বাধ্য় হচ্ছেন বাজারের ব্যবসায়ীরা । অসুবিধের সন্মুখিন হতে হচ্ছে ব্যাবসায়ীদের । তারা দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানান।
অন্যদিকে কি কারনে ওই শৌচাগারের তালা বন্ধ তা অজানা পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকারের । বিষয়টি খতিয়ে দেখে দ্রুত শৌচাগার চালুর আশ্বাস দেন তিনি।