Khabar Samay Bangla Blog আরও কিছু অপরাধ Temple : কালীমন্দিরে চুরি , অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি
অপরাধ ঘটনা

Temple : কালীমন্দিরে চুরি , অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

শিলিগুড়ি , ১ জুন : শিলিগুড়ি মহকুমা ফাঁসিদেওয়া ব্লকের পেটকি সমাজ বন্ধু ক্লাবের কালীমন্দিরে রাতের অন্ধকারে চুরি | মায়ের গহনা সহ বেশ কিছু তামা ও পিতলের বাসনপত্র নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা | এরই পাশাপাশি মন্দিরের পাশে থাকা একটি চা বাগানের গোডাউনে ও চুরি করে চোরের দল ।

সেই গোডাউন থেকে প্রায় পঁচিশ হাজার টাকার চা বাগানে দেওয়ার ওষুধ ও চা বাগানে স্প্রে করার একটি মেশিন চুরি করে নিয়ে যায় । আজ মন্দিরে পুরোহিত পুজো দিতে এলে মন্দিরের দান বাক্স ও মন্দিরের দরজার তালা ভাঙ্গা অবস্থা দেখতে পায় । এরপরই গ্রামের লোকজনকে ডেকে বিষয়টি দেখানোর পর খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে | খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সরেজমিনে তদন্ত শুরু করেছে ।

মন্দিরে থাকা দান বাক্সে প্রায় কুড়ি হাজার টাকা নগদ ও মায়ের গায়ের কানের দুল , গলার মালা , হাতের চুরি ও বেশ কিছু সোনার গয়না চুরি করে নিয়ে যায় । প্রত্যেক বছর বাৎসরিক পুজোর সময় এই দান বাক্সের টাকা দিয়ে দুঃস্থ গরিব বাচ্চাদের পড়াশুনোর করার সামগ্রী কিনে দেওয়া হয় | এই বছর সেটা হয়তো সম্ভব হবে না | এর পিছনে যারা রয়েছে তাদের কঠোর শাস্তির ও দাবি করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version