শিলিগুড়ি , ২৫ অগাস্ট : আদিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের পথ খুঁজতে তরাই ও ডুয়ার্সের বিভিন্ন আদিবাসী সংগঠনগুলো এক হয়ে কাজ করবার আহ্বানে বিশেষ সভায় মিলিত হন সহকারী-সভাপতি রোমা রেশমী এক্কা।
শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাকক্ষে এক বিশেষ সভায় আদিবাসীদের হিতে এক যোগে এক ছাতার নীচে থেকে কাজ করবার আহ্বান জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী-সভাধিপতি রোমা রেশমি এক্কা । তরাই-ডুয়ার্সের প্রায় শতাধিক সংগঠন রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আদিবাসীদের হাতে কাজ করে আসছিলেন ।
কিন্তু বড় কোন সমস্যা হলে তারা উচ্চ তরে অভিযোগ জানাতে পারেন না। তাই এই ধরনের একটি সিদ্ধান্ত তারা নেন যে সব সংগঠনকে এক ছাতার নীচে এনে কাজ করলে উচ্চ স্তরে তাদের কথা পৌঁছানো যাবে । রোমা রেশমি এক্কা আদিবাসী হবার সুবাদে তাকে প্রধান অতিথি হিসাবে রেখে এগোতে চান ।
আজকের এই আলোচনা শেষে সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা জানান , তারা বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছেন যে তাদের বিভিন্ন সমস্যা উচ্চ স্তরে জানাতে গেলে মাঝ পথে তা আটকে থাকে । অবশেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে তরাই ডুয়ার্সের সব ছোট বড় সংগঠনকে এক ছাতার নীচে এসে আদিবাসীদের হিতে কাজ করা হবে।
আজ ২৫ টি সংগঠন আসার কথা থাকলেও কোন এক দূর্ঘটনার কারনে অনেকে আসতে পারেনি। রোমাদেবী এও জানান আজকের এই আলোচনা ভালো হয়েছে । আগামী কয়েক দিনের মধ্যে আরও বড় আলোচনার মধ্যে রণনীতি তৈরী হবে ।