Khabar Samay Bangla Blog ঘটনা Forest : লোকালয় থেকে উদ্ধার ১২ ফুটের কিংকোবরা
ঘটনা

Forest : লোকালয় থেকে উদ্ধার ১২ ফুটের কিংকোবরা

জলপাইগুড়ি,১ ডিসেম্বর : লোকালয়ে কিংকোবরা,ময়নাগুড়ি থেকে উদ্ধার ১২ ফুটের সাপ | জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের রামশাই বারহাতি সংলগ্ন এলাকা থেকে সাপটিকে উদ্ধার করা হয় ।

স্থানীয় সূত্রে জানা যায় , এদিন সকালে এলাকার বাসিন্দারা প্রথমে সাপটিকে দেখতে পান। স্বাভাবিকভাবেই বিশাল বিষধর সাপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে । স্থানীয়রা দ্রুত রামশাই মোবাইল স্কোয়াডে খবর দেন ।

খবর পেয়ে রামশাই মোবাইল স্কোয়াডের সদস্যরা ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন । এরপর বনদপ্তর ও পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের যৌথ উদ্যোগে শুরু হয় উদ্ধার কাজ । দীর্ঘ চেষ্টার পর সাপটিকে নিরাপদে ধরা সম্ভব হয় । সাপটিকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version