Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Injured : লেপার্ডের হামলায় আহত সাত , পিটিয়ে মারল উন্মত্ত জনতা
উত্তরবঙ্গ ঘটনা

Injured : লেপার্ডের হামলায় আহত সাত , পিটিয়ে মারল উন্মত্ত জনতা

আলিপুরদুয়ার , ২৭ জানুয়ারি : লেপার্ডের হামলায় আহত হলেন সাত জন গ্রামবাসী । আতংকিত ও ক্ষুব্ধ লেপার্ডটিকে পিটিয়ে খুন করল উন্মত্ত জনতা ।

আলিপুরদুয়ারের ফালাকাটা থানার ধনিরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের কলি নদীর সেতুর কাছে লেপার্ডের হানায় জখম হয়েছেন সাত জন । ক্ষুব্ধ জনতা পিটিয়ে মারল ওই লেপার্ডকে । ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে ।

লেপার্ডের হানায় জখমদের ফালাকাটা সুপার স্পেশালিটি এবং বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এলাকায় এদিন বিকেলে লেপার্ড ঢুকে উৎপাত শুরু করে । সামনে চলে আসা সাত এলাকাবাসীকে জখম করে । বাকি গ্রামবাসীদের দিকেও তেড়ে যাচ্ছিল লেপার্ডটি । সেই সময় ক্ষুব্ধ জনতা পিটিয়ে মারতে শুরু করে লেপার্ডটিকে। কিছুক্ষন পর মারা যায় লেপার্ডটি । দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে লেপার্ডের মৃতদেহ উদ্ধার করে |

জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও ভি ভিকাশ জানান , “আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনিরামপুর গ্রামে একটি লেপার্ড ঢুকে পড়েছিল । সাত জনকে আহত করেছে , তাদের চিকিৎসা চলছে । ঘটনাস্থলে লেপার্ডের মৃতদেহ উদ্ধার হয়েছে । সেটিকে ইচ্ছাকৃত পিটিয়ে মারা হয়েছে নাকি আত্মরক্ষার জন্য পিটিয়ে মারা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।

বিষয়টি তদন্ত করা হচ্ছে । লেপার্ডের মৃতদেহের ময়নাতদন্ত হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version