জলপাইগুড়ি , ২০ সেপ্টেম্বর : বিছানা থেকে উদ্ধার হল বিষধর শঙ্খিনী সাপ।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পাওয়ার হাউজ মোড় এলাকায় সুস্মিতা তরফদারের বাড়ির বিছানার উপর থেকে উদ্ধার হল শঙ্খিনী সাপ। সুস্মিতা দেবী বিছানায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎই তার শরীরে কিছু নড়াচড়া করতে দেখে তিনি ইঁদুর ভেবে দেখতেই চক্ষু চড়ক গাছ । কালো হলুদ ডোরাকাটা এক বিশাল আকারের শঙ্খিনী দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে বাড়িতে লোক জমে যায় ।
এরপরই আশেপাশের লোকেরা এই সাপটিকে বিছানায় দেখতে পেয়ে খবর দেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের। তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। জানা যায় এই সাপটি একটি বিষধর সাপ। তবে এই সাপটির কামড়ানোর প্রবণতা খুব কম বলেই জানিয়েছেন সর্প প্রেমীরা । পরিবেশ প্রেমি কর্মীরা সাপটিকে নিয়ে জঙ্গলে ছেড়ে দিলে বাড়ির লোকজন হাফ ছেড়ে বাঁচে ।