শিলিগুড়ি , ২২ ডিসেম্বর : অবশেষে সংস্কার হতে চলেছে শিলিগুড়ির ভিআইপি রোড । ইতিমধ্যেই ওই রাস্তা সংস্কারের জন্য শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদকে অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার । আগামী মাসের ১৫ তারিখ থেকে সেন্টারে ডাকা হবে । শুক্রবার শিলিগুড়ির pwd ইন্সপেকশন বাংলোতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
তিনি জানান শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকা উন্নয়নের জন্য ইতিমধ্যেই ২১ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার । তার মধ্যে জাবরাভিটা আন্ডারপাস থেকে ভবেশ পেট্রোল পাম্প পর্যন্ত ১৪০০ মিটার রাস্তা তৈরি করা হবে। যার জন্য ৯৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে । এর পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের ৪২ , ৩৬ , ৩৯ , ৪০ বিভিন্ন ওয়ার্ডে একাধিক রাস্তা সংস্কার করা হবে। বেশ কিছু রাস্তা জানুয়ারি মাসে উদ্বোধন করা হবে। ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকারও একাধিক রাস্তা সংস্কার করা হবে বলে চেয়ারম্যান জানান।