শিলিগুড়ি , ১৩ জুলাই : শিলিগুড়ি প্রধান নগর এলাকা থেকে গ্রেপ্তার এক বাংলাদেশী যুবতী ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল প্রধাননগর থানার পুলিশ ওই যুবতীকে আটক করতে সক্ষম হয়েছে । ১৯ বছর বয়সী যুবতীর কাছে ভারতে আসার পাসপোর্ট ভিসা না থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ সূত্রের খবর অনুযায়ী এই যুবতী পুলিশকে জানিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে জানানো হয় শিলিগুড়ি আসতে এবং তারপর এখানেই কোন বিউটি পার্লারে তাকে কাজ দেওয়া হবে | কাজ শিখে গেলে পাঠিয়ে দেওয়া হবে ব্যাঙ্গালোরু । তবে যুবতীর এই কথায় সন্দেহ রয়েছে পুলিশের ।
পুলিশ সূত্রের খবর আদতে কি কারনে কাঁটাতারের নীচ দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল যুবতীর সে বিষয়ে তদন্ত করছে প্রধান নগর থানার পুলিশ। পাশাপাশি এই যুবতী বাংলাদেশি কোন গুপ্তচর কিনা সে বিষয়ে তদন্ত করছে প্রধান নগর থানার পুলিশ। পাশাপাশি পুলিশ সূত্রের খবর বাংলাদেশী যুবতী গ্রেপ্তারের বিষয়টিতে অবগত রয়েছে বিএসএফের আধিকারিকরাও | তারাও তদন্ত চালাচ্ছে তাদের মত করে। জানা গিয়েছে ধৃত এই যুবতীর নাম সাফলা আক্তার। আজ ধৃত যুবতীকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।