Khabar Samay Bangla Blog ঘটনা Siliguri : ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের আয়োজন
ঘটনা

Siliguri : ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের আয়োজন

শিলিগুড়ি , ২৭ ফেব্রুয়ারী : শিলিগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশন আয়োজন করতে চলেছে ‘জ্ঞান কা মহাকুম্ভ’ শীর্ষক একটি সেমিনার | যা আয়োজিত হবে আগামী ১ মার্চ | সেমিনার অনুষ্ঠিত হবে শিলিগুড়িস্থিত হোটেল মেরিয়টে | সেমিনারের সূচনা হবে বেলা ১২ টায় ১ মার্চ | সারাদিন চলবে এই সেমিনার | প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ রাজু বিস্তা |

স্থাবর সম্পদের ক্রয় বিক্রয় তথা হস্তান্তরের ক্ষেত্রে আয়কর ও পণ্য ও পরিষেবা কর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে । আলোচনার বিষয়ে আলোকপাত করতে উপস্থিত থাকবেন দেশের প্রথিতযশা বিষেশজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রদীপ কাপাসি (আয়কর) এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জয়েস গোগ্রী ।

এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানান , সঞ্জীব চক্রবর্ত্তী (চেয়ারম্যান) , সহ সভাপতি সমর দাস (আইনজীবী) , সম্পাদক গৌরব শর্মা (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ), সেমিনার কমিটি চেয়ারম্যান মণীশ গোয়েল (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট) , সেমিনার কমিটির সদস্য রাকেশ মিশ্র (আইনজীবী) এবং অরবিন্দ আগরওয়াল (আইনজীবী)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version