Khabar Samay Bangla Blog ঘটনা Railway : রেলওয়ে আদালতের নতুন করে উদ্বোধন
ঘটনা

Railway : রেলওয়ে আদালতের নতুন করে উদ্বোধন

শিলিগুড়ি , ২২ ফেব্রুয়ারী : সংস্কারের পর নিউ জলপাইগুড়ি রেলওয়ে আদালতের নতুন করে উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি কলকাতা হাইকোর্ট বিশ্বজিৎ বসু , জলপাইগুড়ির জেলা জজ অরুণ কিরণ ব্যানার্জী , এডিআরএম রেলওয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ সর্দার ।


সংস্কারের পর নতুন করে উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু । শনিবার বিচারপতি কোর্টের উদ্বোধনের পাশাপাশি পরিকাঠামো দেখে সন্তুষ্টি প্রকাশ করেন । রেলে ঘটে চলা অপরাধ থেকে টিকিট না কেটে সফর সহ বিভিন্ন মামলার শুনানি রেলওয়ে কোর্টে হয়ে থাকে । তথ্য বলছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রতিবছর প্রায় দুই থেকে আড়াই হাজার মামলা রুজু হয় ।

পাশাপাশি প্রায় সেই সংখ্যক মামলার নিষ্পত্তি সেই কোর্টে হয় । মালদা থেকে গুয়াহাটি পর্যন্ত বিভিন্ন মামলা সংশ্লিষ্ট কোর্টে রুজু হয়ে আসছে । ১৯৮১ সালে চালু হওয়া কোর্টটিতে বিভিন্ন রকমের পরিকাঠামোগত সমস্যা দেখা দেয় । এরপরই পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয় ।

বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন , ‘ম্যাজিস্ট্রেট কোর্ট খুব ভাল কাজ করছে । আশা করছি এর মাধ্যমে কোর্ট ও রেলের আয় বাড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version