শিলিগুড়ি , ২৬ অগাস্ট : শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় নাবালিকাকে খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করল ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি ।
শনিবার শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে হাশমিচক পর্যন্ত এই মিছিল করা হয় । এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা , শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ , দার্জিলিং এর বিধায়ক নীরজ তামাং জিম্বা সহ বিজেপির নেতৃত্ব।
এদিনের এই মিছিল থেকে ঘটনায় দোষী ব্যক্তির কঠোর শাস্তি দাবি তোলা হয় বিজেপির তরফে। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজু বিস্তা বলেন , যতক্ষণ না পর্যন্ত এই ঘটনায় দোষীকে ফাঁসি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বিজেপি চুপ থাকবে না | অভিযুক্তকে ফাঁসি না দেওয়া হয় তবে কেন্দ্র থেকে CBI টিম ঘটনার তদন্ত করবে বলে দাবি করে বিজেপি নেতৃত্ব ।
অন্যদিকে শনিবার মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন সাংসদ । তার পরিবারকে সমবেদনা জানান তিনি । সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহরের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ করেন সাংসদ রাজু বিস্তা ।
এদিন তিনি অভিযোগ করে বলেন , “শহরে বাংলাদেশি রোহিঙ্গারা প্রবেশ করছে । সব থেকে বেশি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে শহরে । যে কারণে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে । আমি এই বিষয়ে রাজ্যপাল কে চিঠি লিখেছি। তিনি আশ্বাস দিয়েছেন গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে। আমি চাই মৃতার পরিবার ন্যায় পাক।”