শিলিগুড়ি , ১১ ডিসেম্বর : সীমা সুরক্ষা বল (SSB) ৬১ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
বুধবার শিলিগুড়ির রানিডাঙায় সাংবাদিক বৈঠক করে একথা জানান এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার আইজি সুধীর কুমার । আগামী ২০ ডিসেম্বর শিলিগুড়ির রানিডাঙা এসএসবির প্রতিষ্ঠা দিবসের প্যারেডে অংশ নেবেন তিনি।
প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে সেলামী দেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হবে। সঙ্গে টোটো উপজাতির সংগীত সহ মার্শাল আর্ট প্রদর্শনী হবে বলে এদিন জানালেন এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার আইজি ।