Khabar Samay Bangla Blog অপরাধ Police : প্রিজন ভ্যানে পুলিশ কর্মীকে গুলি , উদ্বেগ পুলিশ মহলে
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Police : প্রিজন ভ্যানে পুলিশ কর্মীকে গুলি , উদ্বেগ পুলিশ মহলে

শিলিগুড়ি , ১৬ জানুয়ারী : প্রিজন ভ্যানে পুলিশ কর্মীকে গুলি , গতকালের এই ঘটনার পর উদ্বিগ্ন পুলিশ মহল । ঘটনার পরেই গুলি লেগে আহত দুই পুলিশকর্মীকে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে দেখতে এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার । এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান ডিজি রাজীব কুমার । এছাড়াও সঙ্গে ছিলেন এডিজি ল এন অর্ডার জাবেদ শামিম , উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি. সুধাকর, সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ কর্তারা।

বাগডোগরা বিমানবন্দর থেকে ডিজি রাজীব কুমার সোজা পৌঁছে যান শিলিগুড়ির সেই বেসরকারি হাসপাতালে |যেখানে দুই পুলিশ কর্তার চিকিৎসা চলছে । সেখানে পৌঁছে প্রায় আধ ঘন্টা ভর্তি থাকা পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি । এছাড়াও কর্তব্যরত চিকিৎসক ও পরিবারের লোকেদের সাথেও কথা বলেন ডিজি রাজীব কুমার । তবে বাইরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কোন কথাই বলতে চাননি ডিজি রাজীব কুমার । তিনি হাসপাতাল থেকে বেরিয়ে সোজা সড়কপথে রওনা দেন | গতকালের ঘটনাস্থল উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া । জানা যায় সেখানে গিয়ে তিনি ঘটনাস্থল ঘুরে দেখবেন ।

তবে এই ঘটনা নিয়ে উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , গতকালকের পুলিশের ওপর গুলি চালনার ঘটনায় যেই কার্তুজ পাওয়া গেছে সেগুলি পুলিশের নয়। পাশাপাশি তিনি আরও জানান , এই ঘটনার তদন্তে বেশ কিছু সূত্র পাওয়া গেছে | যা নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে । এই ঘটনার সঙ্গে রিলেটেড যাবতীয় দিক খতিয়ে দেখা হচ্ছে । এছাড়াও বেসরকারি হাসপাতালে ভর্তি দুই পুলিশ কর্মী গতকালকের তুলনায় আজ অনেকটাই স্থিতিশীল রয়েছেন ।

উল্লেখ্য , গতকাল বিকেলে ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ সংশোধনাগারের উদ্দেশ্যে যেই দুই আসামীকে নিয়ে যাওয়া হয়েছিল তারা উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া এলাকায় প্রস্রাব করবে বলে পুলিশের এসকর্ট ম্যানদের অনুরোধ করলে গাড়ি থামানো হয় । সেখান থেকে তারা বাথরুম করে বেরিয়ে আচমকা পুলিশকে ফায়ার করে । যার ফলে দু’জন পুলিশ কর্মীর গুলি লেগে গুরুতর আহত হন |

আজ তাদের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল । তবে আসামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । নেওয়া হয়েছে সমস্ত রকম যাবতীয় ব্যবস্থা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version