Khabar Samay Bangla Blog অপরাধ Border : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশী যুবক
অপরাধ

Border : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশী যুবক

শিলিগুড়ি , ৩ মার্চ : অবৈধভাবে ভারতে প্রবেশ করে নেপালে যাওয়ার আগে গ্রেপ্তার এক বাংলাদেশী যুবক | ধৃতকে সহায়তার অভিযোগে গ্রেপ্তার আরও এক ভারতীয় ব্যক্তি | খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে গ্রেপ্তার বাংলাদেশী সহ এক ভারতীয় | খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে মেচী নদীতে এস‌এসবি টহলদারির সময় সন্দেহজনক অবস্থায় একটি মোটরসাইকেল সহ ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় ।

বাংলাদেশী যুবকের পরিচয় পেলেও পাসপোর্ট ও ভিসা না পাওয়ায় ধৃত বাংলাদেশী ও ভারতীয়কে খড়িবাড়ি থানার হাতে তুলে দেয় এস‌এসবি । ধৃত বাংলাদেশী যুবকের নাম মহম্মদ নইম , বাংলাদেশের বড়িশালের বাসিন্দা ।

অন্যদিকে অপর ধৃত রমেন সিংহ খড়িবাড়ির বাসিন্দা । আজ ধৃত বাংলাদেশীকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । ধৃতদের হেফাজত থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করেছে এস‌এসবি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version