শিলিগুড়ি , ২৬ জুলাই : শান্ত স্নিগ্ধ পরিবেশে পড়াশুনার সুযোগ করে দিচ্ছে উত্তরবঙ্গ মহেশ্বরী কলেজ | চালু হয়েছে বিভিন্ন কোর্সে পড়ার সুযোগ | উত্তরবঙ্গ মহেশ্বরী সেবা ট্রাস্টের উদ্যোগে রানিডাঙ্গা এসএসবি ক্যাম্প এর বিপরীতে কলেজটি চালু হয়েছে | উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের কোর্সের আওতায় পড়াশুনা চলবে এই কলেজটির | থাকছে স্নাতক স্তরে আর্টস , কমার্স ডিগ্রি ছাড়াও থাকছে কম্পিউটার এপ্লিকেশন সার্টিফিকেট কোর্স করার সুযোগ | থাকছে ইংরেজি , ইতিহাস , রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিদ্যা নিয়ে অনার্স পড়ার সুযোগ | কমার্স নিয়েও অনার্স পড়তে পারবেন পড়ুয়ারা |
কলেজ অধ্যক্ষ অমব্রিশ শর্মা জানিয়েছেন নতুন শিক্ষা নীতি অবলম্বন করে পড়ুয়াদের পঠন পঠন চলবে | চার বছরের অনার্স কোর্স ছাড়াও জেনারেল কোর্স এ ও পঠন পাঠন চলবে | অনার্সে প্রতিটি বিষয়ে ৩০ এবং জেনারেলে ৬০ টি আসন রয়েছে এখন | পরবর্তীতে আসন সংখ্যা বাড়ানো হবে | কম্পিউটার এপ্লিকেশন কোর্স এর জন্য থাকছে ৮০ টি আসন | পরবর্তীতে বিবিএ , এমবিএ , বি টেক , এম টেকের মত কোর্স ও চালু করার চিন্তা ভাবনা রয়েছে |
পড়ুয়াদের সাধ্যের মধ্যে খরচ থাকবে এই কলেজে পড়াশুনার জন্য |