Khabar Samay Bangla Blog অপরাধ Crime : কন্টেনার থেকে ২৬ টি মহিষ উদ্ধার
অপরাধ

Crime : কন্টেনার থেকে ২৬ টি মহিষ উদ্ধার

শিলিগুড়ি , ২৬ ডিসেম্বর : গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের পশ্চিম মাদাতি টোলগেট এলাকায় অভিযান চালায় বিধান নগর থানার পুলিশ । সেখানে একটি কন্টেনার আটক করা হয় । তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ ।

চালকের কাছে বৈধ কাগজপত্র না থাকায় কন্টেনারের চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ । ধৃতের নাম সানিব রাজা । সে উত্তর প্রদেশের বাসিন্দা । বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কন্টেনার থেকে মোট ২৬ টি মহিষ উদ্ধার হয়েছে । ধৃতকে শিলিগুড়ি মহকুমার আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version