Khabar Samay Bangla Blog জীবনধারা Lottery : স্টেশনারির দোকান চালিয়ে ১ কোটি টাকা লটারি প্রাপ্তি
জীবনধারা

Lottery : স্টেশনারির দোকান চালিয়ে ১ কোটি টাকা লটারি প্রাপ্তি



শিলিগুড়ি , ২১ নভেম্বর : লটারিতে কোটিপতি শিলিগুড়ির মহকুমার ফাঁসিদেওয়ার এক ব্যক্তি । ফাঁসিদেওয়ার লিউসিপাকুড়ি কাশীরাম জোতের নরেশ চন্দ্র দাস মাত্র ৩০ টাকা দিয়ে লটারি কেটে ১ কোটি টাকা পেলেন । বুধবার বেলা এগারোটা নাগাদ লটারি কেটেছিলেন ।


নরেশ চন্দ্র দাস পেশায় একজন ব্যবসায়ী । দীর্ঘ দিন ধরে লিউসিপাকুড়ি বাজারের রাস্তার পাশে স্টেশনারির দোকান করছেন । প্রতিদিন স্বামী-স্ত্রী মিলে দোকান করেন । গতকাল দুপুর ১১ টা নাগাদ স্ত্রী কে না জানিয়ে ৩০ টাকা দিয়ে একটি লটারি কাটেন ।


এরপর লটারির ফল বের হতেই হৈচৈ পড়ে যায় লটারির দোকানে ।

লটারি বিক্রেতা মালতি দাস জানান লটারির রেজাল্ট আসতেই তিনি হতবাক হয়ে যান | যে নম্বরটি প্রথম পুরস্কার খেলেছে সেই নম্বরটি তার দোকান থেকেই বিক্রি হয়েছে ।
যিনি কেটেছেন তিনি সম্পর্কে তার ভাসুর নরেশ চন্দ্র দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version