শিলিগুড়ি , ৮ মে : শিলিগুড়িতে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী ও তার শাশুড়িকে গ্রেপ্তার করল পুলিশ ।
অভিযুক্ত বাবার কঠিন শাস্তির দাবি জানান মৃতার একমাত্র মেয়ে সহ প্রতিবেশীরা।
কয়েকদিন আগে শিলিগুড়ি ৩৫ নম্বর ওয়ার্ডের শহীদ কলোনি এলাকায় ঘরের ভিতরেই স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে।
থানায় অভিযোগ জমা পড়তেই গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরোনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর শহীদ কলোনী এলাকায় । আশংকাজনক অবস্থায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় ।
মৃতার নাম নিবেদিতা দাস, তার স্বামীর নাম নেপাল দাস । এলাকাবাসীদের অভিযোগ বিয়ের পর থেকেই ওই গৃহবধূর সাথে প্রতিনিয়ত অত্যাচার চালাত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
প্রায় ১৮ বছর আগে শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডের যুবক নেপাল দাসের সাথে তার বিয়ে হয়। অবশেষে বিয়ের ১৮ বছর পর ঘটে গেল মর্মান্তিক ঘটনা।
মৃত নিবেদিতারর ১৬ বছরের একটি মেয়ে ও রয়েছে । সোমবার অভিযুক্তদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ।