শিলিগুড়ি , ৬ ডিসেম্বর : নিউ জলপাইগুড়ি থানা এলাকার রাজাহোলিতে নভেম্বর মাসের ১ তারিখে একটি খুনের ঘটনা ঘটে । অভিযোগ স্থানীয় একটি চক্র অর্থের দাবি করে সেই অর্থ দিতে না পারায় ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা ।
তবে পুলিশের তদন্তে উঠে আসে জুয়া খেলা নিয়ে বিবাদ আর তার জেরেই খুন হয় মহম্মদ জহুরী । এই ঘটনায় দশ জনের নামে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে । স্থানীয়দের অভিযোগ এই ঘটনায় যুক্ত আরও অনেকেই গা ঢাকা দিয়েছে | অভিযোগ তাদের গ্রেপ্তার নিয়ে তেমন কোন আগ্রহ দেখাচ্ছে না নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
এই অভিযোগ তুলে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে নিউ জলপাইগুড়ি থানায় বেশ কয়েকবার বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় রাজাহোলির স্থানীয় বাসিন্দাদের । শুধু তাই নয় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা । এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ শুক্রবার ভোরে ইসলামপুরের রাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় অন্য অভিযুক্ত মহম্মদ নওসাদ ওরফে কাঞ্চাকে । শুক্রবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ৫ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।