Khabar Samay Bangla Blog অপরাধ Money : শিলিগুড়ি থেকে গ্রেপ্তার মানি এক্সচেঞ্জার ! কোটি টাকা হেরফের
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Money : শিলিগুড়ি থেকে গ্রেপ্তার মানি এক্সচেঞ্জার ! কোটি টাকা হেরফের

শিলিগুড়ি , ২৭ এপ্রিল : লাইসেন্স প্রাপ্ত মানি এক্সচেঞ্জারকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর ।

গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা অভিযান চালায় শিলিগুড়ির শহরের এক লাইসেন্স প্রাপ্ত মানি এক্সচেঞ্জারের বাড়ি ও হিলকার্ট রোডের দুটি কার্যালয়ে । জানা গিয়েছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের কাছে গোপন সূত্রে খবর এসেছিল এই লাইসেন্স প্রাপ্ত মানি এক্সচেঞ্জার , যার নাম শ্যাম বাবু প্রসাদ তিনি তার পারমিটের তুলনায় অনেক বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা স্টক করে রেখেছেন নিজের কাছে ।

সেই খবরের ভিত্তিতেই শ্যামবাবু প্রসাদ নামক লাইসেন্স প্রাপ্ত মানি এক্সচেঞ্জারের বাড়ি এবং হিলকার্ট রোডের দুটি কার্যালয়ে একসঙ্গে অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা । শ্যামবাবু প্রসাদের মাটিগাড়া তুম্বা জোত এলাকার বাড়ি থেকে প্রায় ৩ লক্ষ টাকা ভারতীয় কারেন্সি এবং ১০৪৩ পিস বৈদশিক মুদ্রা বাজেয়াপ্ত করে । পাশাপাশি শ্যামবাবু প্রসাদের হিলকার্ট রোডের দুটি কার্যালয় থেকে প্রায় ৩৭ লক্ষ ৬ হাজার ২০০ টাকা ভারতীয় কারেন্সি এবং ৬০৫ পিস বৈদেশিক মুদ্রা বাজেয়াপ্ত করে ।

উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে থাইল্যান্ড , ইউকে (uk), হংকং, সিঙ্গাপুর, সৌদি আরব, কাতার, অস্ট্রেলিয়া, ইউএই(uae) মালয়েশিয়া, কানাডিয়ান, ইউএসডি (usd), বাংলাদেশ ও কুয়েতের কারেন্সি । বৈদেশিক মুদ্রা ও ভারতীয় মুদ্রা মিলিয়ে মোট ১ কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার ২৬২ টাকা , উদ্ধার করতে সক্ষম হয় কেন্দ্রীয় গোয়েন্দ রাজস্ব দপ্তরের আধিকারিকরা ।

পরবর্তীতে শ্যামবাবু প্রসাদ কে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা জানতে পারেন এই বৈদেশিক মুদ্রা গুলি নেপালের পথ দিয়ে পাচার হয়ে এই লাইসেন্স প্রাপ্ত মানি এক্সচেঞ্জারের কাছে এসে পৌঁছেছিল ।

এই বৈদেশিক মুদ্রার বদলে বেশ কিছু মানুষকে ভারতীয় মুদ্রা দেয় শ্যামবাবু প্রসাদ এবং পরবর্তীতে এই বৈদেশিক মুদ্রা গুলি আরও চড়া দামে বিক্রি করার ছক কষা হয়েছিল । জানা গিয়েছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের কাছে উঠে এসেছে এই চক্রের সঙ্গে জড়িত থাকা বহু মানুষের নাম ।

সমস্ত কিছু জিজ্ঞাসাবাদের পর লাইসেন্স প্রাপ্ত মানি এক্সচেঞ্জারকে ১০৮ কাস্টম ধারায় গ্রেপ্তার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। আজ ধৃত শ্যামবাবু প্রসাদ কে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে ।

পাশাপাশি এই শ্যামবাবু প্রসাদ গ্রেপ্তার হওয়ার পর এই চক্রের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের খোঁজে ও ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version