শিলিগুড়ি , ১২ জুন : শহরে ডেঙ্গু মোকাবিলায় তৎপর শিলিগুড়ি পুরনিগম , আয়োজিত হল বৈঠক |
পুরনিগমের অন্তর্গত স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে এদিন এই বৈঠক করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
প্রতি বছর বর্ষা এলেই শহরে ডেঙ্গুর প্রবণতা দেখা যায়। গত বছর ডেঙ্গুতে মৃত্যুও হয়েছে অনেকের। ফলে এবার ডেঙ্গু পরিস্থিতি আগাম মোকাবিলায় তৎপর পুরনিগম। সোমবার বিকেলে পুরনিগমের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, যে সমস্ত জায়গায় ডেঙ্গুর প্রবনতা বেশি দেখা যায় সেই জায়গাগুলি চিহ্নিত করা হবে। বাড়ি বাড়ি পরিদর্শনে যাবে ভেক্টর কন্ট্রোল টিম। ডেঙ্গু মোকাবিলায় সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা শুরু করে দিয়েছে শিলিগুড়ি পুরনিগম বলে জানান ডেপুটি মেয়র রঞ্জন সরকার।