শিলিগুড়ি , ২ জুলাই : বিরোধী দলনেতা শুভেন্দুকে রাজ্য সভাপতি করে বিধানসভায় বিরোধী দলনেতা করা হচ্ছে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষকে। এমন জল্পনা তৈরি হয়েছে বিজেপির অন্দরে । যদিও এই বিষয়ে এখনই মন্তব্য করতে নারাজ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর । সূত্রের খবর ২০২৪ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই দলে এই রদবলের সিদ্ধান্ত নিয়েছেন অমিত শা এবং জেপি নাড্ডা।
২০২৪ এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বঙ্গ বিজেপিতে ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব । এই নিয়ে এখন জোর প্রস্তুতি চলছে । সম্প্রতি নয়াদিল্লিতে দফায় দফায় ডেকে পাঠানো হয়েছিল সুকান্ত মজুমদার , শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে । সর্বভারতীয় সহ–সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে। তাকে পূর্ণ মন্ত্রী করার পরিকল্পনাও রয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী সভায় যেতে পারেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও । সুকান্তর জায়গায় শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার নতুন ফর্মূলাও তৈরি হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।
এদিকে অমিত শাহ এবং জেপি নড্ডা নয়া পরিকল্পনার কথা জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে । তিনি বিষয়টিতে সম্মতিও দিয়েছেন । তারপরই বাংলা থেকে দু’জনকে কেন্দ্রীয় মন্ত্রী করার কথা ভাবা হয়েছে । তবে রাজ্য বিজেপির অন্দরে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ।