Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Tourism : দীর্ঘ প্রায় ৪ বছর পর খুলল স্থল বন্দর
উত্তরবঙ্গ ঘটনা

Tourism : দীর্ঘ প্রায় ৪ বছর পর খুলল স্থল বন্দর

শিলিগুড়ি , ৭ অগাস্ট : দীর্ঘ প্রায় ৪ বছর পর খুলল স্থল বন্দর | এখন থেকে খড়িবাড়ির পানিট্যাঙ্কির ভারত নেপাল সীমান্ত দিয়ে পারাপার করতে পারবে বিদেশি নাগরিকরা । কোভিডের সময় থেকে তৃতীয় কোনো দেশের নাগরিকদের যাতায়াত বন্ধ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন দপ্তর । অবশেষে খুলল এই স্থল বন্দর ।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশী সীমান্ত ব্যবসায়ীরা । পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির সভাপতি জানান , কোভিডের পর থেকে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হত ও পানিট্যাঙ্কির পরিচয় বিদেশি নাগরিকদের কাছে লুপ্তপ্রায় হয়ে পড়ে । নিষেধাজ্ঞা ওঠার ফলে পুরানো গৌরব ফিরে আসবে এবং সীমান্ত ব্যবসায় ভালো প্রভাব পড়বে ।

পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল জানান , পর্যটন শিল্পের জন্য ভালো খবর। বিদেশী পর্যটকরা ভারত , নেপাল , সিকিম ও ভুটান ঘুরতে এসে সীমান্ত বন্ধ থাকায় সমস্যায় পড়ত তা এখন আর থাকবে না। এর মাধ্যমে ভারত ও নেপাল দুই দেশের পর্যটন শিল্পের নতুন জোয়ার আসবে। যা দুই দেশের জন্য ভালো খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version