শিলিগুড়ি , ২৯ সেপ্টেম্বর : চা বাগানে পাঁচ ডেসিমেল জমির পাট্টা নয় দিতে হবে জমির মালিকানা অর্থাৎ খতিয়ান | এমনই দাবি তুলে শিলিগুড়িতে একটি মিছিল করে মুখ্যমন্ত্রীকে মহকুমা শাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করল ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইটস ।
শুক্রবার দুপুরে এয়ারভিউ মোড় থেকে মিছিল শুরু করে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে আসে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা । উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান থেকে তারা একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন । এদিন তাদের দাবি সম্বলিত স্মারকলিপি মহকুমা শাসক মারফত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা জমা দেন।
তাদের দাবি রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে চা বাগান এলাকাতে বসবাসকারী মানুষদের পাঁচ ডেসিমেল জমি হিসেবে পাট্টা প্রদান করা হবে। তারা এর বিরোধিতা করছে তাদের দাবি বহু বছর ধরে তাদের পূর্ব পুরুষরা এবং তারা চা বাগান এলাকায় বসবাস করে এসেছে। ফলে তাদের পাট্টা নয় | জমির পূর্ণ অধিকার দিতে হবে । জমির খতিয়ান প্রদান করার দাবি তুলে ধরেন তারা এবং পাঁচ ডেসিমেল পাট্টার যে নির্দেশিকা জারি করা হয়েছে তা তুলে নেওয়ার দাবি জানানো হয়।