শিলিগুড়ি , ৪ জুন : আজ জৈষ্ঠ্য মাসের পূর্ণিমা তিথি উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও শিলিগুড়ির ইসকন মন্দিরে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা। আজ থেকে পনেরো দিন পর শুরু হবে রথযাত্রার পূর্ণ মুহূর্ত।
এদিন শিলিগুড়ির ইসকন মন্দিরে হাজার হাজার পুণ্যার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে এসে জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করে। দুধ, মধু দই ও বিভিন্ন রকম ফলের রস দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কে স্নান করানো হয়।
মন্দির কর্তৃপক্ষের থেকে জানা যায় এরপর কিছুদিন লোক চক্ষুর অন্তরালে থাকবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা। ঠিক 15 দিন পরেই শুরু হবে রথযাত্রার । উৎসবের কাউন্টডাউনও শুরু হবে এই রথযাত্রার পরে । সব মিলিয়ে রবিবারের এই জগন্নাথ দেবের স্নানযাত্রাকে ঘিরে উচ্ছ্বাস ছিল ভক্তদের ।