Khabar Samay Bangla Blog জীবনধারা Corporation : পুরনিগমের নবনির্মিত আধুনিক ভবনের উদ্বোধন
জীবনধারা

Corporation : পুরনিগমের নবনির্মিত আধুনিক ভবনের উদ্বোধন

শিলিগুড়ি , ১৯ ফেব্রুয়ারী : আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল শিলিগুড়ি পুরনিগমের নবনির্মিত আধুনিক ভবনের । বুধবার এই নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ।

চারতলা বিশিষ্ট এই নতুন ভবনে আধুনিক সুযোগ সুবিধা সংযোজন করা হয়েছে । নিচতলায় থাকছে মান নিয়ন্ত্রণ ল্যাব , প্রথম তলায় জল বিভাগ , দ্বিতীয় তলায় স্বাস্থ্য বিভাগ , তৃতীয় তলায় ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল রুম এবং চতুর্থ তলায় SWM কর্মীদের জন্য সভাকক্ষ । এছাড়াও, ভবনের মধ্যে টু-হুইলার পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। এই প্রকল্পের জন্য এখনও পর্যন্ত মোট ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version