Khabar Samay Bangla Blog জীবনধারা HILL : পাহাড়ের কমলায় ছেয়েছে সমতল
জীবনধারা

HILL : পাহাড়ের কমলায় ছেয়েছে সমতল

শিলিগুড়ি , ২০ ডিসেম্বর : দার্জিলিং এর কমলা লেবুতে ছেয়ে গেছে জলপাইগুড়ি শহর | শীতের পিকনিক , স্কুলের অ্যানুয়াল স্পোর্টস কিংবা ভরপেট খেয়ে বাড়ির ছাদে রোদ পোহানোর ফুরসত | দার্জিলিং চায়ের মতই সুগন্ধ এবং মিষ্টত্বের কারণে জনপ্রিয়তা রয়েছে পাহাড়ের কমলালেবুর ৷

তাই এবার মানুষের চাহিদা অনুযায়ী জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিং এর কমলা লেবু । সাত সকালে দোকানে দোকানে সেই ভিড় লক্ষ্য করা গেল। চুটিয়ে দার্জিলিংয়ের কমলা লেবুর স্বাদ পেতে ভিড় করছেন ক্রেতারা । ব্যবসা ভালো জমেছে আর তাই খুশি উপর থেকে নেমে আসা ব্যবসায়ীরাও । তবে দামের বড় কিছু হেরফের নেই | মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রয়েছে এই কমলালেবুর দাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version