শিলিগুড়ি , ১৬ ডিসেম্বর : শহর শিলিগুড়ির চির পরিচিত নৈশ ক্রিকেট আবার তিন বছর বাদে শিলিগুড়ি জাগরণী সংঘ গোল্ড কাপ রূপে শুরু হতে চলেছে । ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর সূর্যনগর মিউনিসিপ্যাল গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে ২১ তম জাতীয় দিবারাত্রি মাষ্টার প্রীতনাথ চ্যাম্পিয়ন গোল্ড কাপ ।
শিলিগুড়ি জাগরণী সংঘের সাধারণ সম্পাদক সৈকত দে সভাপতি তপন গাঙ্গুলী ও অসীম দে সহ প্রতিযোগিতা যুগ্ম সম্পাদক সন্দীপ সরকার আজকের সাংবাদিকদের এ কথা জানান ।ক্লাবের সাধারণ সম্পাদক সৌকত দের বক্তব্য তিন বছর বাদে আবার এই খেলা অনুষ্ঠিত হতে চলেছে । এ বছর মোট ১২ টি দল অংশ নেবে | এদের মধ্যে নৌহাটি , বহরমপুর , কলকাতা , দক্ষিণ ২৪ পরগনা , হুগলী , শিলিগুড়ি সহ নেপালের দল ও থাকছে ।
সৈকত বাবু এও বলেন চ্যাম্পিয়ন ও রার্নাস দলকে নগদ অর্থ দেওয়া হবে । এছাড়াও প্রতিদিনের খেলায় ম্যাচের সেরা খেলোয়াড়দের নগদ ৫০০ ও ফাইনালের সেরা কে ২০০০ টাকা দেওয়া হবে । সৈকত বাবু এদিন উচ্চ মানের ক্রিকেট স্টেডিয়ামের কথা তুলে ধরেন । তিনি বলেন এই দাবিতে মাঠে একটি ফ্লেক্স লাগাবেন তারা । এই পুরো প্রতিযোগিতায় প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকায় থাকছেন মেয়র গৌতম দেব । ফাইনালে আতস বাজি সহ বর্ষবরণ অনুষ্ঠান থাকছে ।