Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Elephant : ট্রেন চালকদের তৎপরতায় প্রাণ বাঁচল হাতির দলের
উত্তরবঙ্গ ঘটনা

Elephant : ট্রেন চালকদের তৎপরতায় প্রাণ বাঁচল হাতির দলের

শিলিগুড়ি , ৬ সেপ্টেম্বর : ট্রেন চালকদের তৎপরতায় ফের প্রাণ বাঁচল হাতির দলের ।

বামনহাট থেকে শিলিগুড়ি যাওয়ার ১৫৪৬৮ ডাউন ট্রেন যখন নিউমাল স্টেশন ছেড়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল সে সময় রাস্তায় সেবক এবং গুলমা মহানন্দা ওয়াইল্ড লাইফের জঙ্গল পার করার সময় তিনটি বুনো হাতি সহ একটি বাচ্চা রেললাইন দখল করে হাঁটছিল ।

বিষয়টি নজরে আসে লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের | জে এন আনসারি ও এবং জি ঘোষ ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন | হাতির দলকে রেললাইন পার হতে সাহায্য করে ।পরবর্তীতে হাতির দল মহানন্দা অভয়ারণ্যে প্রবেশ করার পরেই ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয় ।

আলিপুরদুয়ার ডিভিশন উভয়চালককে ধন্যবাদ জানিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version