শিলিগুড়ি , ১২ জানুয়ারী : শিলিগুড়িতে এবার পিকনিক স্পটে হাজির হল গজরাজ । একদিকে যখন চলছিল জমিয়ে রান্নাবান্না , খাওয়া-দাওয়া , গান বাজনা , ঠিক সেই সময় যেন গানের তালে তালে জঙ্গল থেকে বেরিয়ে এগিয়ে এল এক গজরাজ । অনেকের মতে গজরাজের খিদে পেয়েছে , তাই ভরদুপুরে পিকনিক খেতে হাজির হয়েছে গজরাজটি ।
বাগডোগরা টিপু খোলা ইকো ট্যুরিজম স্পটে বহু মানুষ পিকনিক করতে মশগুল ছিলেন , ঠিক সেই সময় একটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে পিকনিক স্পটে । হাতি দেখতে পেয়েই হুড়হুড়ি লেগে যায় সেখানে । তৎক্ষণাৎ এসে পৌঁছায় বন কর্মীরাও । সাইরেন বাজিয়ে হাতিটিকে পুনরায় জঙ্গলে ফেরানোর চেষ্টা চালায় বন কর্মীরা ।
এরই মাঝে পিকনিক করতে আসা অনেকেই মুঠোফোনে এই মুহূর্তটাকে বন্দি করতে থাকেন । অনেকেই আবার হাতির কাছাকাছি যাওয়ারও চেষ্টা করে । তবে বনকর্মীরা তাতে বাধা দেয় । বহু মানুষ সেই সময় সেখানে উপস্থিত থাকায় হাতিটিকে জঙ্গলে ফেরাতে কিছুটা হলেও বেগ পেতে হয় বনকর্মীদের ।
তবে কিছুক্ষণের প্রচেষ্টায় হাতিটি ধীরে ধীরে পিছুপা হয় জঙ্গলের দিকে এবং সবশেষে জঙ্গলে ফিরে যায় হাতিটি ।