Khabar Samay Bangla Blog ঘটনা Death : হাতির হামলায় মৃত্যু দুই ভাইয়ের
ঘটনা

Death : হাতির হামলায় মৃত্যু দুই ভাইয়ের

শিলিগুড়ি , ১৪ নভেম্বর : হাতির হামলায় মৃত্যু একই পরিবারের দুই ভাইয়ের | শোকের ছায়া এলাকায় । দুই ভাই নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের মুড়ি বস্তির বাসিন্দা ।

গতকাল গভীর রাতে মাটিগাড়ার একটি বেসরকারি শপিং মল থেকে কাজ শেষ করে বাইকে করে হাতিঘিসার বাড়িতে ফিরছিলেন দুই ভাই | বাগডোগরার থানার অন্তর্গত কেষ্টপুরে এক জনকে মৃত অবস্থায় , অপর জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ।

প্রাথমিকভাবে অনুমান হাতির হামলায় এই দুর্ঘটনা । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তিকে উদ্ধার করে । গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তদন্ত করছে পুলিশ । অপরদিকে ঘটনার খবর দেওয়া হয়েছে বাগডোগরা বন বিভাগকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version