শিলিগুড়ি , ৯ সেপ্টেম্বর : রেলের পরিত্যক্ত কোয়ার্টার এবং জবরদখলকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে , জানালেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার।
সম্প্রতি রেলের পরিত্যক্ত কোয়ার্টার গুলিতে অপরাধ ও অসামাজিক কার্যকলাপ শুরু হয়েছে বলে অভিযোগ ওঠে। এতে অতিষ্ঠ শহরবাসীর একাংশ। এমনকি একই অভিযোগ তুলেছে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ও। তাই এবার রেলের পরিত্যক্ত কোয়ার্টার গুলিকে এজেন্সির মাধ্যমে ঠিকাদারদের বিক্রি করে দেওয়া হবে এবং পুরনো কোয়ার্টার ভেঙে সেই জায়গায় নতুন কোয়ার্টার তৈরি করা হবে বলে জানান ডিআরএম।
পাশাপাশি শহরের অনেক জায়গায় রেলের জমি জবরদখল হয়ে গিয়েছে । সেইসব জমি থেকে জবরদখল মুক্ত করতে রাজ্য সরকার , জেলা পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া হবে বলেও জানান তিনি।