Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Demand : ঘোষণা মত ক্ষতিপূরণ মেলেনি আজও , পাঁচ দফা দাবি ভূমিহারাদের
উত্তরবঙ্গ

Demand : ঘোষণা মত ক্ষতিপূরণ মেলেনি আজও , পাঁচ দফা দাবি ভূমিহারাদের

শিলিগুড়ি , ৪ মে : শিলিগুড়ির উপকণ্ঠে মাটিগাড়ার কাওয়াখালিতে উপনগরী গড়ার জন্যে জমি দিয়ে ঘোষণা মত ক্ষতিপূরণ মেলেনি । ১৯ মাস ধরে লাগাতার আন্দোলন প্রতিবাদে সামিল তারা । পাঁচ দফা দাবির ভিত্তিতে আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতিকে স্মারকলিপি দিল পোড়াঝার কাওয়াখালি ভূমিরক্ষা কমিটি ।


২০০৭ সালে বাম আমলে জমি অধিগ্রহণ করেছিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ । সেই সময় ঘোষণা করা হয়েছিল ৩ থেকে ৫ কাঠা জমির পরিবর্তে দেওয়া হবে পুনর্বাসনের জন্যে প্লট । আর ১০ কাঠার ওপর জমি দিলে তাদের হাতে ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। বহু জমিদাতা আজও সরকারি ঘোষণা মতো কিছুই পাননি।

বাম আমল থেকেই পৃথক ভূমিরক্ষা কমিটি গড়ে আন্দোলন শুরু হয়। ২০১১ তে রাজ্যে নতুন সরকার আসার পরও জট কাটেনি । ১৫ বছর পরও সমস্যার সমাধান অধরা । বার বার স্রেফ প্রতিশ্রুতিই মিলেছে । প্রতিবাদে আজ কাওয়াখালী এলাকার ভূমিহারারা জমি ফিরিয়ে দেওয়ার দাবি সহ পাঁচ দফা দাবি তুলে স্মারকলিপি দেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version